মোঃ শাহ আলম :: গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়ন উত্তর নালিউরি গ্রামের বাসিন্দা তমিরুন বেগম(৪৫) একজন অসহায় নারী। তিনি শারীরিক ভাবে অনেকটা অসুস্থ। আজ থেকে ২০/২২ বছর আগে তার বিয়ে হয় একই গ্রামের বাসিন্দা আব্দুল খালিক এর সাথে। সংসার জীবন চলা অবস্থায় তিনি ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী হন।
বিগত ২০১০ সালের দিকে তার সংসার জীবনটা ভেঙ্গে যায়। তার স্বামী তার সাথে অস্বাভাবিক আচরণ করা শুরু করে। এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেয়। তিনি তার ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। এখানে দুঃখে কষ্টে দিন অতিবাহিত করতে থাকেন। বারবার স্বামীর সাথে যোগাযোগ করেও স্বামীর বাড়িতে যেতে পারেননি। স্বামীর কাছ থেকে কোন ভরণপোষণ পাননি। এই পরিস্হিতিতে স্হানীয় ওয়ার্ড মেম্বার ও স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে কোন ফল পান নি। গোলাপগঞ্জ থানাও বিষয়টি সম্পর্কে অবহিত আছে। বর্তমানে উনার স্বামী দ্বিতীয় বিয়ের জন্য তোড়জোড় শুরু করছে বিষয়টি মহিলার নজরে আসলে তিনি উনার স্বামীর সাথে যোগাযোগ করেন।
কিন্তু কোন কাজ হচ্ছেনা। বিষয়টি সমাধানে মানবাধিকার সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।